চট্টগ্রামের মহাসমাবেশে যোগ দিতে বিএনপি অগ্রিম ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করলেও গাড়ি না দিয়ে টাকা ফেরত নিতে বলছে মালিক সমিতি। এই প্রেক্ষপটে ১৩ অক্টোবর থেকে খাগড়াছড়িতে কোন গাড়ি চলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
সোমবার (১০ অক্টোবর) রাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানান।
সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, ‘১২ অক্টোবর বিএনপি’র চট্টগ্রাম গণ সমাবেশে যোগদানের জন্যে ভাড়া করা শত শত বাস গাড়ি, খাগড়াছড়ি আওয়ামীলীগ নিষেধ করে দিয়েছে। ফলে মালিক সমিতি গাড়ি দিতে রাজি হচ্ছে না। আমরা মালিক সমিতিগুলোকে অনুরোধ করছি, কারো ভয়ে ভীত না হয়ে, আপনাদের ব্যবসায়ীক নিয়ম অনুযায়ী বাস ভাড়া দিন।’
‘অন্যথায় আমরাও মালিক সমিতিকে জানিয়ে দিচ্ছি, আমাদেরকে গাড়ি ভাড়া না দিয়ে রাস্তায় আপনারাও গাড়ি কীভাবে চালান দেখা যাবে। আশাকরি গাড়ি নিরাপদে চলবে না। আমরা আপনাদেরকে দেয়া গাড়ি ভাড়ার কোন অগ্রিম ভাড়াও ফেরত নেবো না। তিনি নেতাকর্মীদেরকে যে যেভাবে পারেন, আগেরদিন বা প্যাসেঞ্জার গাড়ি এবং জিপ গাড়ি, পিকাপ, মাহেন্দ্র মাইক্রো-হায়েস ইত্যাদি গাড়ি ভাড়ার জরুরি বিকল্প প্রস্তুতি নিন।’
‘চট্টগ্রামের গণ – সমাবেশে যোগদিন। ইনশাল্লাহ তাদের দিন শেষ, শুরু হবে বিএনপির বাংলাদেশ।’
খাগড়াছড়ি পরিবহন লাইন নিয়ন্ত্রক মো. সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে তাদের বিএনপিকে গাড়ি দিতে নিষেধ করেন এবং রাস্তায় গাড়ি ভাংচুর হলে দায় আওয়ামী লীগ নিবে বলে সাফ জানিয়ে দেন।
এ বিষয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সন্ধ্যায় পৌরসভার কার্যালয়ে পরিবহন মালিক গ্রুপের নেতাদের ডেকেছেন। তবে কী বলেছেন আমি জানি না।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার বলেন, ‘১২ অক্টোবর চট্টগ্রামের বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা পুরো জেলা থেকে প্রায় সাড়ে তিন শতাধিক বাসের জন্য অগ্রীম টাকা দিয়েছি। কিন্তু সোমবার সন্ধ্যায় মালিক সমিতি আমাদের ডেকে বলেছে,‘আওয়ামী লীগের নিষেধ আছে, গাড়ি দিতে পারবো না, টাকা ফেরত নিয়ে যান।’ আমরাও সাফ জানিয়ে দিয়েছি, টাকা ফেরত নেবো না। গাড়ি না দিলে ১৩ অক্টোবর থেকে খাগড়াছড়িতে কোন গাড়ি চলতে দেওয়া হবে না।’