বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দালাল-বেঈমানের জন্মদাতা কুখ্যাত ইব্রাহিমকে পাহাড়ি জনগণ কখনই ক্ষমা করবে না! টেকনাফে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা খাগড়াছড়িতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার থানচি বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ফিলিস্তিন সংকট:বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরাইলের উদ্দেশ্য কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশ, দিল্লিতে ম্যাচ নিয়েও শঙ্কা গর্জনিয়ায় পানিতে ডুবে হেফজখানার ছাত্রের মৃত্যু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

আদিবাসী স্বীকৃতির অন্তরালে দেশ বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে সুধী সমাবেশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩০ পঠিত

আদিবাস স্বীকৃতির অন্তরালে দেশ বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে রাঙামাটি ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূ-খন্ড থেকে মুছে ফেলতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের একটি অংশ উপজাতীয়দের আদিবাসী স্বীকৃতি দাবি। দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে রাষ্ট্রের কঠোর অবস্থানের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

বাংলাদেশের সংবিধান পরিপন্থী হিসেবে আদিবাসী শব্দের ব্যবহার ও অসাংবিধানিক আদিবাসী দিবস পালনের সংবিধান বিরোধী আদিবাসী শব্দের বহুল প্রয়োগ ও ৯ আগস্ট দিবস পালনে রাষ্ট্রের কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি শাখার সভাপতি শাব্বির আহম্মেদের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. পারভেজ তালুকদার, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সহসভাপতি আমির মোহাম্মদ সাবের, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব পাটওয়ারী, রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি মো. ছগির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক হিরু তালুকদার, বরকল উপজেলা সাধারণ সম্পাদক এমাদুল ইসলাম, নানিয়ারচর উপজেলা সাধারণ সম্পাদক এম এ জলিল, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, জেলা শাখার সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার, ছাত্রপরিষদের কেন্দ্রীয় নেতা মাঈনুদ্দীন, ছাত্রনেতা সজীব, শহীদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. হাবীব আজম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain − 5 = 4

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree