পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বাঙালহালিয়া বাজার দক্ষিণেশ্বর কালি মন্দির পরিদর্শন করেন এবং আগত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করা শেষে বলেন, আমরা সকলে মিলে এ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন।
সোমবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় দুর্গা পূজার মহা অষ্টমীতে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া বাজার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন, এদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, কিন্তু কিছু কিছু লোক পূজা আসলে পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে থাকনে।
এ সময় বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, বিশ্বনাথ চৌধুরী, বিমল দে, পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় দে, অঞ্জন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীসহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।