শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে কেএনএফ সন্ত্রাসী কর্তৃক সেনাবাহিনী হত্যার তীব্র নিন্দা পিসিএনপি’র দীঘিনালায় বাবুছড়া ৭ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ রুমায় কেএনএফ সন্ত্রাসীদের ক্যাম্প দখল: আইইডি বিস্ফোরণে ১ সেনা সদস্য শহিদ টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার পেকুয়ায় ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ স্বামীকে প্রায় মারেন সানাই মাহবুব, এবার করলেন ঝাড়ুপেটা দেশের ৫২তম প্রস্তাবিত সাড়ে ৭ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা আজ বিশ্বকাপে ভারত যাবে কি না আইসিসিকে জানিয়ে দিয়েছে পাকিস্তান টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র জব্দ, ডাকাত সর্দার সহযোগীসহ আটক

আর্জেন্টিনা ফাইনাল খেললে মেসি যে রেকর্ড গড়বেন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩০ পঠিত

কাতার বিশ্বকাপে দুনিয়াজুড়ে আর্জেন্টাইন সমর্থকরা তাকিয়ে আছেন মেসির দিকে। তারা বিশ্বাস করেন, মেসিই পারবেন আরেকজন ম্যারাডোনা হয়ে দেশটিকে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের ট্রফি উপহার দিতে। মেসির সেই সক্ষমতা আছে।

সবচেয়ে বড় ফুটবল তারকা মেসির সামনে রয়েছে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেওয়ার অনন্য সুযোগ। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে মেসি এ পর্যন্ত খেলেছেন ১৯ টি ম্যাচ। সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলে এই রেকর্ডের মালিকা জার্মানির লোথার ম্যাথিউজ। পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে ম্যাথিউজ খেলেছেন মোট ২৫ ম্যাচ।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মেসির আর্জেন্টিনা। ৮৬’র চ্যাম্পিয়নরা যদি ফাইনালে ওঠে এবং মেসি সব ম্যাচ খেলেন, তাহলে তার ম্যাচ সংখ্যা হবে ২৬টি। লোথার ম্যাথিউজের চেয়ে এক ম্যাচ বেশি খেলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন আর্জেন্টাইন তারকা।

ফাইনালে না উঠলেও মেসির সামনে থাকবে এই বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলার সুযোগ। সেমিফাইনাল থেকে আর্জেন্টিনা বিদায় নিলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি খেলবে তারা। ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেসি নামলেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। অর্থ্যাৎ, বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেই এই রেকর্ডটি গড়তে পারবেন তিনি।

লোথার ম্যাথিউজের রেকর্ড ভাঙ্গতে পারলে তার আগে আরেকটি রেকর্ডও টপকাবেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড দিয়েগো ম্যারাডোনার। তিনি খেলেছেন ২১টি ম্যাচ। মেসি যদি গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলেন, তাহলেই ছাড়িয়ে যাবেন স্বদেশি ম্যারাডোনাকে। গ্রুপ পর্বে মেসিদের ম্যাচগুলো হচ্ছে- ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে, ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 62 − 56 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree