ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিজেদের অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে চীন।
রবিবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
চীনের রাজধানী থেকে ভিডিও লিঙ্কে একটি সম্মেলনে যুক্ত হয়ে ওয়াং ইয়ি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের সম্পর্কের অবনতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, ওয়াশিংটনের ভুল চীননীতি বেইজিং দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে।
বাণিজ্য, প্রযুক্তি, মানবাধিকার ইস্যুতে চীনের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে পশ্চিমারা। চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উৎপীড়নের অভিযোগ এনেছে।
চীন ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে । একই সঙ্গে তারা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেন সংকটের ইস্যুতে আমরা নিয়মিত মৌলিক নিরপেক্ষতার নীতি ঊর্ধ্বে তুলে ধরেছি, আমরা কোনও পক্ষকে সমর্থন করিনি কিংবা সংঘাত বৃদ্ধিতে ভূমিকা রাখিনি। পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের সবচেয়ে কম চেষ্টা করছে চীন।
তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করলে দ্বিপক্ষীয় আস্থা ও সহযোগিতা উপকৃত হবে।
ওয়াং ইয়ি মন্তব্য করে বলেন, চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্রুত ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার দিকে অগ্রসর হচ্ছে।