উখিয়া টিভি টাওয়ারের ঢালুতে আলু ভর্তি পিকআপ ভ্যান ও গ্যাস ভর্তি ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই রাফি মিয়া (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে।তিনি থাইংখালী তাজনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে।
বুধবার (১৫ মার্চ) রাতে কাস্টম সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে এ ভয়াবহ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। তাদের পরিচয় পাওয়া যায়নি।
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।