কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই দিনে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে এসব ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে কুতুপালং ক্যাম্পে মো. এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুই দিনে তিনজনকে কুপিয়ে হত্যা করেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।