কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দক্ষিণ পার্শ্বে খেলার মাঠ থেকে তাঁদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে ১টি লম্বা কিরিচ, ৪টি চাপাতি ও ৬০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক পাঁচজন হলেন মো. ছাদেক (২৪), মো. জোবায়ের (২২), মো. আমিন (৩৮), মো. আকাশ (১৮) ও আবদুল আমিন (২২)। তাঁরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।