উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্প-১৩ এর আওতাধীন জি/৫ ব্লক থেকে আবু তাহের (৩৭) নামে এক রোহিঙ্গাকে ১০ হাজার ইয়াবাসহ আটক করেছে এপিবিএন সদস্যরা। এ সময় তার বসতঘর থেকে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে অভিযান চালানো হয়।
আটক আবু তাহের ওই ক্যাম্পের মৃত আব্দুস সালামের ছেলে। তার এফসিএন নং-২১৭৪৩০।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসাইন খবরটি নিশ্চিত করেছে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।