কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে দুই রোহিঙ্গা মাঝি হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় আবারও খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় (১৮ অক্টোবর) ১৯ নম্বর ক্যাম্পে সৈয়দ হোসেন (২৩) নামের এক সাধারণ রোহিঙ্গা খুন হয়েছেন।
নিহত সৈয়দ হোসেন ওই ক্যাম্পের ব্লক-এ/১০-এর মৃত জমিল হোসেনের ছেলে।
৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, ক্যাম্প-১৯-এ একটি দোকানের সামনে পাঁচ-ছয়জনের একটি দুষ্কৃতকারীর দল সৈয়দ হোসেনের ওপর আকষ্মিকভাবে হামলা করে। গলায় ধারালো ছুরি দিয়ে কেটে এবং গুলি করে মারাত্মক জখম করে। ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এদিকে গেল ১৫ অক্টোবর রাতে ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পে দুইজন রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর রেশ না কাটতেই আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।