কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উল্টাখালী গ্রামের ফকিরাকবর পাহাড়ি জঙ্গল থেকে পুলিশ এক তরুণের লাশ উদ্ধার করেছে। তাঁর নাম আজিজুল হক ওরফে ল্যাংড়া আজিজ (২২)। তিনি উল্টাখালী গ্রামের আবদুর রহিমের ছেলে।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সন্ত্রাসী কোনো বাহিনী আজিজুলকে অপহরণ করে জঙ্গলের কাছে নিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ জানিয়েছে, এর আগে সন্ত্রাসীরা আজিজুলের একটি পা কেটে নিয়েছিল। এ জন্য এলাকায় তাঁকে ল্যাংড়া আজিজ নামে ডাকেন অনেকে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলের পাশ থেকে আজিজুলের লাশ উদ্ধার করেন। ধারালো অস্ত্র দিয়ে আজিজুলের গলা কেটে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সেলিম উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। তবে আজ দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় মামলা করতেও কেউ থানায় আসেননি।