রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:১৫ অপরাহ্ন

কক্সবাজারে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৮ পঠিত

কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং কক্সবাজার ৩৯ আনসার ব্যাটালিয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২২ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জেলাব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান উদযাপন করা হয়।

এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নামে ক্রয়কৃত জমিতে ৫৫টি এবং টেকনাফ উপজেলায় আনসার-ভিডিপি কো-অপারেটিভ সোসাইটির নামে ক্রয়কৃত জমিতে ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কক্সবাজার জেলার ৮ উপজেলাতেও ১০টি করে মোট ৮০টি বৃক্ষ রোপণ করা হয়।

উক্ত অভিযান কার্যক্রম পরিচালনা করেন কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার ৩৯ আনসার ব্যাটালিয়ানের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জুয়েল ভূঁইয়া এবং কক্সবাজার সদর ও বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 58 + = 65

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree