রাঙামাটি জীবতলী ১০ আর.ই ব্যাটালিয়ন কাপ্তাই হরিণছড়ার মুখপাড়া উপজাতীয় সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অসহয় ও দু:স্থদের মাঝে ৮০টি কম্বল ও শিশুদের মাঝে ১শত পোশাক (শীতবস্ত্র) বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত অধিনায়কের দিকনির্দেশনা মোতাবেক শীতবস্ত্র বিতরণ করেন ক্যাপ্টেন রিয়াদ মাহামুদ উৎস।
এসময় শিশু ও বয়বৃদ্ধ লোকজন শীতবস্ত্র গ্রহণ করে।
ক্যাপ্টেন রিয়াদ মাহামুদ উৎস জানান, সেনাবাহিনী সবসময় অসহায়দের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।