রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন

কাপ্তাইয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৯ পঠিত

রাঙামাটি সেনা রিজিয়ন ১০ আর ই ব্যাটালিয়ন অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে।

রবিবার (৫ মার্চ) কাপ্তাই রাইংখিয়ং বাজার এলাকায় ‘সি টাইপ’ টহল দল নৌপথে টহল দেয়ার সময় দেশিও অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্বার করেন।

মেজর আব্দুল্লাহ্ আল-রাজন টহল দেয়ার সময় নৌপথে ৪জন লোককে সন্দেহ হয়। সন্দেহভাজন ৪ জনকে ডাক দিলে তারা একটি বস্তু পানিতে ফেলে নৌকা হতে পালিয়ে যায়। টহলদল পানি হতে ডুবিয়ে ১টি দেশি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেন।

পরে কাপ্তাই থানা এগুলো হস্তান্তর করে বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 94 − = 89

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree