কাপ্তাইয়ে উপজাতিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাঙামাটি রিজিয়নের ৩০৫ পদাতিক ব্রিগেডের অধীন কাপ্তাই জীবতলী ১০ আর ই ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেজর সাবিহা শারমিন হাজাছড়া মারমা পাড়ায় উপজাতি সম্প্রদায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় অসহায় দুস্থদের মাঝে বড়দের ১০০টি ও শিশুদের ৮০ টি পোশাক (শীতবস্ত্র) বিতরণ করা হয়।
মেজর সাবিহা শারমিন জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। মানুষের শীতের কষ্ট লাঘবে সেনাবাহিনী সর্বদা শীতার্ত মানুষের পাশে ছিল এবং থাকবে।