রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বন বিভাগ অভিযান চালিয়ে জ্বালানিকাঠ বোঝাই চাঁদের গাড়ি আটক করেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া হতে জ্বালানী লাকড়িসহ চাঁদের গাড়ি আটককরা হয় এবং আদালতে একটি বন মামলা দায়ের করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায় ,কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের দিক নির্দেশনা বনবিভাগের ঝটিকা অভিযানে জ্বালানী লাকড়িসহ চাঁদের গাড়ি আটক করা হয়।
তিনি জানান. রবিবার রাইখালী রেঞ্জ অফিসার জাহিদ হাসান ও স্টাফসহ শফিপুর এলাকায় থেকে (ফেনী- ঘ -০৫০০০৪) জ্বালানি বোঝাই চাঁদের গাড়িটি আটক করা হয়।
এ অভিযান অব্যহত থাকবে বলে রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদ হাসান জানান ।