বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন

কাপ্তাইয়ে পাচারকালে ৭ লাখ টাকার কাঠ জব্দ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১ পঠিত

রাঙ্গামাটি কাপ্তাই লেক হতে নদীপথে নৌকাযোগে পাচারকালে জীবতলী চেয়ারম্যান পাড়া হতে ৭ লাখ টাকার কাঠ আটক করা হয়েছে ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হতে রাত ১১টা পযন্ত ১০আর ই ব্যাটালিয়ন ও দক্ষিণ বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে।

এ সময় একটি পাচারকারি সংঘবদ্ধ চক্র জীবতলী চেয়ারম্যান পাড়া হতে নৌকাযোগ কাঠ পাচারকালে অভিযান করে ১৬৯ টুকরা সেগুন কাঠ ও ৫৩ টুকরা গামার কাঠ আটক করে। কাঠের পরিমান ৩১০.৮৯ঘনফুট যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, যৌথবাহিনী অভিযান করে পাচারকালে কাঠগুলো আটক করা হয়েছে। তবে পাচারকারিরা নৌকায় কাঠ রেখে পালিয়ে গেছে।

এসময় সহকারী বনসংরক্ষক মাসুম আলমসহ সেনা ও বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। আটক কাঠ কাপ্তাই রেঞ্জ অফিসে আনা হয়েছে। পরে বন মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 94 − 87 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree