কাপ্তাইয়ে অটোরিকশার ভাড়া তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহণ আইনে ২৪ মামলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৪ আগস্ট) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান সিএনজি’তে ভাড়া তালিকা না রাখার অপরাধে এবং কাগজপত্র না থাকায় ২৪টি মামলায় ৫ হাজার ২শ’টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সার্টিফিকেট সহকারী মো. আরিফ হোসেন, অফিস সহায়ক মো. আব্দুল রাজ্জাক ও কাপ্তাই থানার পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।