রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়াজ মোর্শেদ (৩৬) নামের এক কর্মচারী নিজ বাসায় আত্মহত্যা করেছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল নয়টায় সরকারি বাংলা কলোনির নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
সে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রর পুরসংরক্ষণ বিভাগের ডাইভারশন চ্যানেল সাহায্যকারী পদে কর্মরত ছিলো।
নিহত নিয়াজ মোর্শেদ শীতাকুণ্ড মহানগর উপজলার মুক্তার হোসেনের ছেলে।
জানা যায়, নিয়াজ মোর্শেদ দীর্ঘদিন যাবত পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির এসআই মাইনুল হোসেন জানান, সে বেশ কিছুদিন যাবত মানসিক চাপে ভুগছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।