কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনী ও জেএসএস (মূল) দলের সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জেএসএস সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় কাপ্তাইয়ের ববিতা টিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেএসএস সহযোগী সন্ত্রাসী নিখিল কুমার দাশ (৩৫) মৃদুল কুমার দাশের ছেলে। সে কাপ্তাই ৪নং ইউনিয়ন চৌধুরীছড়া নামক এলাকার বাসিন্দা।
জানা যায়, কাপ্তাই সেনাজোন অটল ৫৬ গভীর জঙ্গলের ববিতা টিলায় টহলকালীন সময় জেএসএস (মূল) দলের সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় সেনাবাহিনী আত্মরক্ষার জন্য গুলি করে। প্রায় আধাঘণ্টা ব্যাপী দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে । এতে জেএসএস মূল দলের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
কাপ্তাই থানা পুলিশ বিকাল ৫টায় গভীর জঙ্গলে হতে লাশ উদ্ধার করে।
কাপ্তাই এসপি সার্কেল রোওশন আরা রব জানান, কাপ্তাই মূখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর সাথে গুলিবিনিময় হয়। এতে জেএসএস সন্ত্রাসী মূল দলের একজন সহযোগী নিহত হয়। কাপ্তাই থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
কাপ্তাই থানা জসিম উদ্দীন (ওসি) জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।