শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে সড়কে চাঁদা না দেওয়ায় অটোরিকশায় আগুন দিল দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭ পঠিত

রাঙামাটির কাপ্তাই আগর বাগান সড়কে দুর্বৃত্তদের চাঁদা না দেওয়ায় আগুন দিয়ে জ্বালিয়ে দিল নতুন সিএনজি চালিত অটোরিকশা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময় কাপ্তাই থেকে আসামবস্তির তিমুর সড়কে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক কামাল হোসেন (৩৪) জানান, আমি রাঙামাটি হতে যাত্রী নিয়ে কাপ্তাই যাচ্ছিলাম। এসময় সড়কে ৩ থেকে ৪ জন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গাড়ি রোধ করে এবং বলে অটোরিকশার টোকেন না কাটায় ( চাঁদা না দেয়ায়) তার বিরুদ্ধে অভিযোগ আনে। চালক সেই মুহূর্তে একহাজার টাকা দিতে চাইলে পাহাড়ি সশস্ত্র দুর্বৃত্তরা কোন কিছু না শুনে গাড়িটি জ্বালিয়ে দেয়।

এ ঘটনার সংবাদ শুনে দ্রুত কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই নতুন অটোরিকশাটি পুড়ে যায়। এছাড়াও কাপ্তাই ৭ আরই একটি টহলদলসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল উপস্থিত হন।

উক্ত ঘটনায় কাপ্তাই থেকে রাঙামাটি সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে বলে চালক সমিতি সূত্রে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain + 53 = 56

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree