রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন

কাপ্তাই উপজেলা বিএনপির ৩ নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৫ পঠিত

রাঙামাটি কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপি।

শুক্রবার (২৫ নভেম্বর) কাপ্তাই উপজেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক এবং চিৎমরম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবু উ থোয়াই মং মার্মা, চিৎমরম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর ও চিৎমরম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক উবাচিং মারমার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় সড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে। বুধবার মিথ্যা মামলায় রাঙ্গামাটির আদালতে আত্মসর্মপণ করলে, আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এ ধরনের সড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে কাপ্তাই উপজেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনসমূহ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গ্রেফতারকৃত সকল রাজবন্দীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং আটককৃত নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 60 − = 55

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree