বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন

কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩ পঠিত

কাপ্তাই হ্রদের পানি অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ স্পিলওয়ের ১৬ টি গেইট প্রতিটি ৬ইঞ্চি করে উঠাইয়া পানি নিস্কাশন করার সিদ্বান্ত নেওয়ার জন্য সকল প্রশাসনকে চিঠি দিয়ে অবহিত করেছে বলে নোটিশে জানা যায়। যার ফলে ৯০০০.০০সি. এফ.এস গতিতে পানি নিষ্কাশিত হইবে। বর্তমানে পানি লেকের ইনফ্লো ও বৃষ্ঠিপাত গভীর ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো আরও পানি বৃদ্বি পেতে থাকলে স্পিলওয়ের ১৬টি গেইট খোলার পরিমান আরোও বাড়ানো হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, অত্র বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট সমুহের দ্বারা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরো প্রায় ২৫ হাজার সি.এফ.এস পানি নিস্কাশন হচ্ছে। বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৭.৫৪ফুট এম.এস.এল।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী এটি এম আব্দুজ্জাহের এ বিষয়ে সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্রগ্রাম বিভাগীয় কমিশনসহ বিভিন্ন গুরুত্বরপূর্ণ দপ্তরের চিঠি দিয়ে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 4 + 1 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree