বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দালাল-বেঈমানের জন্মদাতা কুখ্যাত ইব্রাহিমকে পাহাড়ি জনগণ কখনই ক্ষমা করবে না! টেকনাফে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা খাগড়াছড়িতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার থানচি বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ফিলিস্তিন সংকট:বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরাইলের উদ্দেশ্য কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশ, দিল্লিতে ম্যাচ নিয়েও শঙ্কা গর্জনিয়ায় পানিতে ডুবে হেফজখানার ছাত্রের মৃত্যু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

কুতুবদিয়ায় পতিত লবণের মাঠে ধান চাষ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩০ পঠিত

কুতুবদিয়ায় লবণের পতিত মাঠে চাষ হচ্ছে ধান। কৃষি অধিদপ্তরের প্রচেষ্টায় লবণ সহিষ্ণু বীজ উৎপাদন করে তা উপকূলীয় এলাকায় সরবরাহ করার মাধ্যমে চাষিদের মাঝে ধান উৎপাদনে আগ্রহ বাড়ছে।

গত এক দশক ধরে উপজেলায় বিশেষ করে উত্তর ধুরুং, দক্ষিণধুরুং , কৈয়ারবিল ,লেমশীখালী , আলী আকবর ডেইল ইউনিয়নে সাগরের লবণাক্ত
পানি ঢুকে ধানচাষ কমে যায়। এমনকি প্রতিনিয়ত জোয়ারের পানি প্রবেশ করায় উত্তর ধুরুং ইউনিয়নের অন্তত ১০০ হেক্টর জমিতে লবণ চাষও বন্ধ ছিল কয়েক বছর। এটির প্রয়োজনীয়তা আর চাহিদাকে গুরুত্ব দিয়ে কৃষি অধিদপ্তর ব্রি-৬৭, ব্রি-৪৭, বিনা-১৯ প্রভৃতি লবণ সহিষ্ণু ধানবীজ উদ্ভাবন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি আউশ মৌসুমে লবণ চাষের পর পতিত জমিতে লবণ সহিষ্ণু ধানের চাষ করা শুরু করেছেন চাষিরা। কয়েকটি ইউনিয়নে লবণের জমিতে ধানের চাষ হচ্ছে অন্তত ২০০ হেক্টর । অথচ গত বছরও ছিল মাত্র ৪০ হেক্টর জমি। ভাল ফলন আর উৎসাহি চাষিরা ঝুঁকছে নতুন উদ্ভাবিত ধান চাষে। এমনিতেই লবণ উৎপাদনের জন্য নেয়া জমিগুলো জুন-নভেম্বর মাস পর্যন্ত পড়ে থাকে। এসময়টা কাজে লাগিয়ে ধান চাষ করছেন চাষিরা।

উত্তর ধুরুং ইউনিয়নের চাষি ছৈয়দ নুর জানান, গত কয়েক বছর ধরে লবণ, ধানচাষ করার সুযোগ পাইনি বেড়িবাঁধ ভাঙা থাকায়। এবার বাঁধ মেরামত হওয়ায় লবণাক্ত মাঠে ব্রি-৪৭ চাষ করছি। বৃষ্টির দেখা নেই। আশা নিয়ে চাষ করেছি। অনেক জমিতে চারা মরে যাচ্ছে সেচের অভাবে। এ ছাড়া জমিতে লবণাক্ততা নিচে নামার জন্য ইউরিয়া, এমওপি প্রভৃতি সার প্রয়োজন হয়। ১৬ টাকা কেজির ইউরিয়ার সার সরকারি দর এখন ২২ টাকা কেজি। খুচরা দোকানে কিনতে গেলে ২৪ টাকাই গুনতে হয়। ফলে ধান চাষে অনেক খরচ বেশি পড়ে যাবে ।

উপজেলা উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নাজেম উদ্দিন বলেন, ‌‌‌‘দ্বীপের চাষিরা এখন লবণ মাঠে পতিত সময়ে লবণ সহিষ্ণু নতুন উদ্ভাবিত ধান চাষে আগ্রহী হচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় লবণ উৎপাদনের জমিতে ২০০ হেক্টর ধান চাষ হচ্ছে। আশা করি চাষিরা ভাল ফলনও পাবে। এ ব্যাপারে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত চাষিদের পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 73 − = 71

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree