মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন

ক্রেতা সেজে আসামি ধরেছে পানছড়ি থানার ওসি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ পঠিত

ক্রেতা সেজে সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পানছড়ি থানার ওসি আনচারুল করিম। আটক ব্যক্তির নাম আজগর আলী (৩০)। সে পানছড়ি মোল্লাপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে।

জানা যায়, আজগর আলীকে পানছড়ি থানার দু’টি জিআর মামলায় একটিতে ১ বছর ৬ মাস ও আরেকটিতে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। পরবর্তীতে সে গা ঢাকা দিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার চৌমুহনী বাজারে মাছের ব্যবসা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ওসি তার সাথে সংখ্যতা গড়ে তোলে এবং মাছ ক্রয় করার প্রস্তাব দেয়। অবশেষে খাগড়াছড়ি জেলা নবাগত পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৫টার দিকে রাঙ্গুনীয়া চৌমুহনী মাছ বাজার থেকে তাকে আটক করে ছদ্মবেশী মাছ ক্রেতা ওসি আনচারুল করিম ।

এ সফল অভিযানে ওসিকে সার্বিক সহযোগিতা করেন, পানছড়ি থানার এসআই অনিক, এএস আই কামরুল ও এএসআই ফারুক। একই দিন সকালে মোমেনা বেগম নামের বন জিআর মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকেও আটক করে পানছড়ি থানা পুলিশ। সে উপজেলা ফাতেমার গ্রামের মো. শফিউল্লার সহধর্মিনী।

পানছড়ি থানা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain + 43 = 46

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree