খাগড়াছড়িতে আর্জেটিনার পতাকা পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম দীপেন ত্রিপুরা (১৯)।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
দীপেন ত্রিপুরা সুকুমার ত্রিপুরার মেজো ছেলে এবং খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীপেন ত্রিপুরা বাঁশে আর্জেটিনার পতাকা লাগানোর পর টাঙাতে গাছে উঠে। কিন্তু বাঁশটি কাঁচা হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপেন ত্রিপুরা গাছ থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।