প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মূলক জনবান্ধব কর্মসূচীর আলোকে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরে ভিক্ষুক পুণবার্সন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে জেলা সদরের শালবন (শাপলা মোড়ে) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে রেজিয়া স্টোরের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত খাগড়াছড়ি পৌরসভা কমিটির উদ্যোগে ৬ নম্বর ওয়ার্ডে শালবন এলাকার বাসিন্দা ভিক্ষুকের রেজিয়া বেগমের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে একটি সবজি এবং মাছের দোকান উদ্বোধনের মাধ্যমে মানবিক কর্মসূচি সূচনা করেন।
খাগড়াছড়ি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম(বাপ্পি), সহকারী পরিচালক রোকেয়া বেগম, শহর সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল আহসান, পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।