বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা সড়ক অবরোধের প্রথম দিন খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। জেলার বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে সমর্থকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। অবরোধের কারণে সড়কে আভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।