খাগড়াছড়ি ও মাটিরাঙায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্প্রতিবার (১৭ নভেম্বর) রাতে খাগড়াছড়ি সদরের আনন্দ নগর এলাকার ভাড়া বাসা থেকে শেলী দেবী দেবনাথ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শেলী দেবী দেবনাথের স্বামী ধনা চরণ দেবনাথ আনসারের কোম্পানী কমান্ডার।
প্রতিবেশীরা জানান, আনন্দনগর এলাকার শোভা নীড় নামে একটি বাসায় ভাড়া থাকতেন এ দম্পতি। বৃহস্পতিবার রাতে স্বামী চট্টগ্রামে অবস্থান করায় মুঠোফোনে শেলী দেবীকে একাধিক বার কল করে না পাওয়ায় বাড়ির মালিককে জানায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ দিকে বৃহসপতিবার সন্ধ্যায় জেলার মাটিরাঙ্গার ইছাছড়ি এলাকা থেকে গোলাপ ফুল ত্রিপুরা নামে আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গোলাপ ফুল ত্রিপুরা গেল শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। গতকার বিকেলে পাহাড়ি ঢালুর ঝোঁপঝাড় থেকে মরদেহ উদ্ধার করে স্বজনরা দাহক্রিয়া করতে গেলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত মো. আমজাদ জানান, নিহতের গলায় লতাপাতা দিয়ে ফাঁস দেয়া ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।