শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন

খাগড়াছড়ি পার্বত্য নিউজের ব্যুরো প্রধানের মেয়ে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪ পঠিত

পার্বত্য নিউজের ব্যুরো প্রধান এইচ প্রফুল্লের মেয়ে শাহানা হাসান সেতু এবারের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।

শাহানা হাসান সেতুর এমন সাফল্যে পুরো পরিবার ও প্রতিবেশিরা উচ্ছ্বসিত। এর আগে শাহানা হাসান সেতু প্রাথমিক স্কুর সার্টিফিকেট পরীক্ষা , জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পেয়েছে জিপিএ-৪.৬১।

গোল্ডেল জিপিএ-৫ পাওয়ায় শাহানা হাসান সেতু’র বাবা এইচএম প্রফুল্ল বলেন,আমার মেয়ে এবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপি -৫ পেয়েছে। তার এই সাফল্যে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। আমার মেয়ের এই সাফল্যের জন্য কলেজের শিক্ষকদের অবদানকেও সম্মান জানাই। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে যেন অসহায় ও মেহনতি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।

শাহানা হাসান সেতু বলেন, আমি আমার সাফল্যের কৃতিত্ব বাবা-মাকে দিতে চাই। এই সাফল্যের পুরোটাই আমার আমার পরিবার এবং আমার শিক্ষকদের অবদান। সাথে ছিলো আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা। আমার স্বপ্ন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হওয়া।

সেতু আরও বলেন, আমার স্বপ্ন যদি কোনো দিন বাস্তবে পরিণত হয়, তাহলে আমি বাংলাদেশে ন্যায়বিচারের মান উন্নয়নে অবদান রাখব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain − 5 = 4

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree