খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের কেন্ডিলিবারের ছাদ ঢালাইয়ের সময় ধসে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহত দুই নির্মাণ শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা করে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ঘোষিত আর্থিক সহযোগিতার টাকা রবিবার (৯ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ নিহতদের পরিবারের নিকট হস্তান্তর করেন।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জনাব চিংলামং চৌধুরী ও সদর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দুর্ঘটনায় নিহত মো. সাইফুল ইসলাম শিকারের মরদেহ খুলনা বাগেরহাট চিতলমারীর কলিগাতীর মধ্য পাড়া পর্যন্ত পৌঁছানোর জন্য যাবতীয় খরচ খাগড়াছড়ি জেলা পরিষদ দেওয়া হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের চিকিৎসা, ঔষধপত্র, খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ।
উল্লেখ,শনিবার (৮ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের কেন্ডিলিবারের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত ও অপর ৫ জন আহত হন। কিন্তু এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কোন কর্মকর্তাকে ঘটনাস্থল ও হাসপাতালে পাওয়া যায়নি।