রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির প্রেস ব্রিফিং

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২০ পঠিত

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন আবছারসহ বিএনপির নেতাকর্মীদের নামে আওয়ামী লীগের নেতা ও সাংবাদিক নুরুল আজমের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি আওয়ামী লীগ নেতা সাংবাদিক নুরুল আজমের সম্পদক নিয়েও প্রশ্ন তুলেন।

রবিবার (২৩ অক্টোবর) দুপরে খাগড়াছড়ি শহরের “বৈঠকে” আয়োজিত প্রেস ব্রিফিং-এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন আবছার, সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 37 − 31 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree