খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের হাতিমুড়ার জনশূন্য এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. তারেক হোসেনের মৃত্যু হয়েছে (২২)। নিহত যুবক জালিয়াপাড়ার মো.নবী হোসেনের ছেলে।
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাতিমুড়ার নির্জন সড়কের পাশে এক যুবক মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনলে কর্তব্যত চিকিৎসক ড. মহি উদ্দীন তাকে মৃত্যু ঘোষণা করেন।
চিকিৎসক ডা. মহি উদ্দীন আজকের পত্রিকাকে জানান, ‘স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় যুবককে হাসপাতালে আনলেও প্রকৃত পক্ষে তাকে মৃত্যু অবস্থায় আনা হয়েছে। পরে মানিকছড়ি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে খোঁজখবর নিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেন এবং নিহতের বাড়ি গুইমারা উপজেলা হওয়ায় লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এদিকে দ্রুত খবর ছড়িয়ে পড়ায় নিহতের পিতাসহ আত্মীয় স্বজনেরা হাসপাতালে আসলে তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।’