মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
দালাল-বেঈমানের জন্মদাতা কুখ্যাত ইব্রাহিমকে পাহাড়ি জনগণ কখনই ক্ষমা করবে না! টেকনাফে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা খাগড়াছড়িতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার থানচি বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ফিলিস্তিন সংকট:বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরাইলের উদ্দেশ্য কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশ, দিল্লিতে ম্যাচ নিয়েও শঙ্কা গর্জনিয়ায় পানিতে ডুবে হেফজখানার ছাত্রের মৃত্যু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

খাগড়াছড়ির মাটিরাঙায় চেয়ারম্যান কাশেমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৯ পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র ত্রিপুরাকে গালিগালাজের প্রতিবাদে ও রাষ্ট্রীয় কর্মসূচিতে সাধারণ মানুষকে আসতে বাঁধা দেয়া এবং মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করা অভিযোগে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুঁইয়ার শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলা) মাটিরাঙা উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। সাংবাদিক সম্মেলনে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে অপসারণসহ শাস্তির দাবি জানানো হয়।

এসময় পৌর মেয়র শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক সুভাষ চাকমা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন মিয়া, উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সাংবকাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম শুধু প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ নয়, মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেবকে প্রকাশ্যে গালিগালাজ করে আসছে। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান হওয়ার পর থেকে আবুল কাশেম সরকারি নিয়ম অনুযায়ী গুচ্ছগ্রামে রেশন বিতরণে কম দেয়া, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের নামীয় ৬০ লক্ষ টাকা বিক্রি করে অর্থ আত্মসাত করেছেন। সাংবাদিক সম্মেলনে আবুল কাশেমের বিরুদ্ধে অনাস্থা দেয়ার দাবি তুলেন উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের মধ্যে ৬ জন চেয়ারম্যান, ইউপি সদস্য ও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত রবিবার (২৪ জুলাই) বিকাল ৫টায় খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৃলা দেবের বিরুদ্ধে অশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য অর্থ আদায়, টিআর, কাবিখা/কাবিটা প্রকল্প থেকে ১৫ শতাংশ হারে কমিশন আদায়, গুচ্ছগ্রামে কার্ড প্রতি কমিশন আদায়, কার্ডের নামে পরিবর্তনের জন্য ১২ থেকে ১৫ হাজার টাকা আদায়সহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ঐ উপজেলার তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম। সাংবাদিক সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম অভিযোগ করেন, ইউএনও তৃলা দেব তবলছড়ি ইউনিয়নের ৪টি গুচ্ছগ্রামে ১৩শ ৫২টি কার্ড থেকে ৩৮ টাকা করে মোট ৫১ হাজার হাজার ৩শ ৭৬ টাকা উৎকোচ নিয়েছে। টাকা ছাড়া তিনি রেশন ছাড় দিতে অপারগতা প্রকাশ করায় আমি তা দিতে বাধ্য হয়েছি। এছাড়া সরকারি কোন নির্দেশনা ছাড়া ১৪ জন কার্ডধারীর ৬ মাসের রেশন বিতরণ না করে ১ লক্ষ ৪৭ হাজার টাকা নিয়ে যান।

কিন্তু ২৪ ঘন্টা পার না হতেই গতকাল সোমবার (২৫ জুলাই) খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার অপসারনের দাবিতে মাটিরাঙায় মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 43 + = 49

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree