খাগড়াছড়ি ধর্মপুর আর্যবন বিহারে ২৮তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা দেশ জাতি তথা সকলের হিতসুখ মঙ্গল কামনায় বৌদ্ধ ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহণ করেছে।
পরে বৌদ্ধ ভিক্ষুদের নিকট বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরুদান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান ও স্বধর্ম শ্রবণ করেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তে, ধর্মপুর আর্যবন বিহারের বিহারধ্যাক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির ভান্তে, শীলাচার অরণ্য ভাবনা কুঠিরের বিহারধ্যাক্ষ শ্রীমৎ জ্ঞান জ্যোতি মহাস্থবির ভান্তেসহ শতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ গ্রহণ করেন।
বিকালে গতকাল (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে তৈরি করা কঠিন চীবরটি বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দান করা হবে।