রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন

খাগড়াছড়ি যুব মহিলা লীগের স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমে খাবার ও বস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ পঠিত

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার গণতন্ত্রের মানসকন্যা, সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে যুব মহিলা লীগ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে কেক কাটা, খাবার ও নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ৭নং বেতছড়ি মুখ এলাকার স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টারে বসবাসরত প্রতিবন্ধী শিশু ও বিভিন্ন প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের খাবার, কেক কাটা ও নতুন পোশাক বিতরণ করা হয়।

এ সময় যুব মহিলা লীগের খাগড়াছড়ি জেলার সভানেত্রী বিউটি রাণী ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শাখার যুব মহিলা লীগের সহ-সভানেত্রী অঞ্জলি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain + 34 = 37

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree