খাগড়াছড়ি দীঘিনালার বাবুছড়ায় খাগড়াছড়ি সেক্টর আন্ত :ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাবুছড়া ব্যাটালিয়নে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাবুছড়া ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৭ বিজিবি) অংশ নেয়।
খেলায় বাবুছড়া ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) বাঘাইহাট ব্যাটালিয়নকে (৭ বিজিবি) ৩০-২২ গোলে পরাজিত করে।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পদক তুলে দেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম।
এসময় সিপাহী মোহাম্মদ তুহিন ইসলামা এবং ল্যান্স নায়েক মোহাম্মদ বকরুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধান অতিথি তাদের অভিনন্দন জানান
এসময় উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের (৭ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইসতেয়াগ আহম্মদ, এসপিপি এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মিজানুর রহমান পিএসসি।