কক্সবাজারের কুতুবদিয়ার একটি ফিশিং বোট গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি ) সকাল ৭টার দিকে এ অগ্নি দুর্ঘটনাটি ঘটে।
ফিশিং বোটের মালিক উপজেলার উত্তর ধুরুং নজু বাপের বাড়ি গ্রামের ফরিদুল আলম জানান, তার ৪৫ অশ্বশক্তি সম্পন্ন একটি ফিশিং বোট মেরামতের জন্য সোমবার রাতে বাশঁখালীর শেখেরখিল জলকদর খালে রেজাউল করিম চৌধুরীর ডকে তোলেন।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে হঠাৎ ফিশিং বোটে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ডকে থাকা অন্যান্য বোট রক্ষায় আক্রান্ত ফিশিং বোট খালের পানিতে নামিয়ে দেয়া হয়। প্রায় দু’ঘন্টায় ভাসমান অবস্থায় বোট পুড়ে গেলেও আগুন নেভানো সম্ভব হয়নি।
একই এলাকার নেজাম উদ্দিন জানান, ফিশিং বোটটি সোমবার রাতেই ডকে তোলা হয়েছিল। তবে আগুনে কোন প্রাণহানী ঘটেনি। এটি মেরামতে অন্তত ১৫ লাখ টাকা খরচ হবে বলে তিনি জানান।