নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ১ হাজার ৫০০ প্যাকেট বার্মিজ সিগারেটসহ ২ জনকে আটক করা হয়েছে।
রোববার (১২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আকিজ গ্রুপের কুমির প্রজেক্টের প্রবেশমুখে ইটের রাস্তার উপর অভিযান চালিয়ে ১ হাজর ৫০০ প্যাকেট মিয়ানমারের তৈরি সিগারেটসহ ২ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন- আব্দুল করিম(৩১), পিতা- মৃত আব্দুর শুক্কুর, গ্রাম- উত্তর হ্নীলা কাটাখালী, থানা- টেকনাফ ও সুমন(৩০), পিতা- জুবিল হক, গ্রাম- গাজির বিল, ২নং ওয়ার্ড, থানা- রামগতি, জেলা- লক্ষীপুর।
আটককৃতদের বার্মিজ সিগারেটসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা অবৈধ সিগারেটসহ দুজন আটক হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের অবৈধ চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।