নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে জিরো লাইন থেকে আরসা ও আরএসও’র সংঘাতের জেরে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের ৫ম দফায় কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেওয়া শুরু করেছে।
রবিবার (১২-ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঘুমধুম ইউনিয়ন পরিষদে ক্যাম্প ৬’র সিআইসি এইচ এম খোদদাত হোসেন চৌধুরীসহ ইউএনএইচসিআর সংশ্লিষ্টরা উপস্থিত থেকে ৫ম দফায় মোট ৫৩৯জন রোহিঙ্গাকে কুতুপালং রাবার বাগানস্থ ট্রানজিট ক্যাম্পে নেওয়া কার্যক্রম শুরু করেছে।
কুতুপালং ক্যাম্প ৬’র সিআইসি এইচএম খোদদাত হোসেন চৌধুরী পার্বত্যনিউজকে জানান, ৫ম দফায় তুমব্রু গ্রামে আশ্রয়ে থাকা ৫৩৯ জন রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাচ্ছি এবং ইতিপূর্বে ১ম-৪র্থ দফায় ১২১০ জন রোহিঙ্গাকে ক্যাম্পে নেওয়া হয়েছে। যাদের ট্রানজিট ক্যাম্পে নেওয়া হচ্ছে তাদেরকে নিবন্ধন অনুসারে স্ব-স্ব ক্যাম্প ও অনিবন্ধিতদের নিবন্ধন করে আশ্রয় শিবিরে পাঠানো হবে বলে জানিয়েছেন সিআইসিএইচএম।