সোমবার, ২৯ মে ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ‍্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১২টি বার্মিজ গরু জব্দ ‘বান্দরবানকে কিভাবে শান্তিতে ফিরিয়ে আনা যায় সেদিকে আগাচ্ছি: জেলা পরিষদ চেয়ারম্যান ঈদগাঁওয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার কুতুবদিয়ায় গরু লড়াইয়ে জিতে খুশিতে আত্মহারায় মৃত্যু কেএনএফ’র ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার চকরিয়ায় মারছা গাড়ির ধাক্কায় কলেজ ছাত্র নিহত ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ওআইসি’ দীঘিনালায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভিক্ষু নিবাস উদ্বোধন বরকলে বন্য হাতির আক্রমণে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মৃত্যু খাগড়াছড়িতে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৪ পঠিত

হাসপাতাল থেকে লাশ দেখে বাড়ি ফেরাত পথে মো. শাকিল(২৪) নামে এক ব্যবসায়ী ও তার সাথে থাকা হাফেজ ইসমাইল ছিদ্দিক(৩৭) নামে মসজিদের ইমামসহ দুই ব্যক্তি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গ্রীনলাইন পরিবহনের বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুইজনকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলীস্থ একতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ডের আমতলী পাড়া এলাকার বশির আহমদের ছেলে মো. শাকিল(২৪) ও একই ইউনিয়নের রাজারবিল মাদরাসা পাড়া এলাকার মো. আবু মুছার ছেলে স্থানীয় মসজিদের ইমাম মো. ইসমাইল ছিদ্দিক (৩৭)। তন্মধ্যে নিহত শাকিল বরইতলী একতা বাজার এলাকার দোকান ব্যবসায়ী ছিল।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখে যাত্রীবাহী গ্রীনলাইন পরিবহনের বাসগাড়ির সাথে চকরিয়া পৌরশহর থেকে বরইতলী অভিমুখী দুইজন মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা মহাসড়কের ধারে পড়ে গেলে গাড়িটি মুচড়ে যায়। এবং ঘটনাস্থলে মো. শাকিল(২৪) ও হাফেজ ইসমাইল ছিদ্দিক(৩৭) নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী নিহত শাকিল বরইতলী একতাবাজার এলাকার দোকান ব্যবসায়ী রুহুল কাদেরের মরদেহ দেখে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী একই এলাকায় মসজিদের ইমাম হাফেজ মৌলানা ইসমাইল ছিদ্দিকও একই সাথে বাড়ি ফিরছিল। প্রতিমধ্যে তাদের গাড়িটি বরইতলী একতাবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে তারা প্রাণ হারায়। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

মহাসড়কের চিরিঙ্গা হইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইমন কান্তি চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 95 − = 86

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree