পর্যটকবাহী বাস ও চাঁদের গাড়ি (জিপ) এর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১২ জন গুরুতর আহত হয়েছে।
রবিবার (অক্টোবর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের খাসখালী রেঞ্জ অফিসের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত বা আহতদের কারোরই পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস কাউখালী ইউনিটের ইন্সপেকটর মো. রেজাউল করিম জানান, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানি মুন্সিগঞ্জ জোনের সদস্যদের বহনকারী পর্যটক বাস ঢাকা মেট্টো-ব- ০৭০১ চট্টগ্রাম রাঙামাটি সড়কের বন বিভাগের খাসখালী রেঞ্জ অফিসের সামনে বিপরীতে দিক থেকে আসা চাঁদের গাড়ি (জিপ) চট্টগ্রাম -গ-৮৫৪৬ এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও জিপ গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায় । কিন্তু দুর্ঘটাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা হতাহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়।
তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ১ জন জিপ শ্রমিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।