বাহুবালি সাজে ডেভিড ওয়ার্নারকে দেখা গেছে। এবার সাকিব যুদ্ধের পোশাকে পোজ দিলেন। ঠিক বাহুবালির সাজ নয়, কাছাকাছি কিছু একটা। যেটা অনেকটা প্রাচীনকালের যোদ্ধার সাজ।
রোববার রাতে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট দিয়েছেন সাকিব। চেক ইন দিয়েছেন দুবাই প্রোডাকশন সিটি, টিকম গ্রুপ। তবে তার ওই পোস্টের কারণ জানা যায়নি।
টিকম গ্রুপ সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। দেশি-বেদেশি পণ্যের বিজ্ঞাপনের বাজারে সাকিব বড় এক নাম। তার এই সাজ-সজ্জার পেছনে বিজ্ঞাপনের বিষয় লুকিয়ে থাকতে পারে