মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বৃষ্টির পর শুরু হলো খেলা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৭ পঠিত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভালোই ভোগাচ্ছে বৃষ্টি। বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার ম্যাচও পড়লো বৃষ্টির কবলে। তবে সুখবর হলো, সিডনির আকাশ ওতটা অন্ধকার হয়নি। বৃষ্টিবাধায় পড়লেও দ্রুতই শুরু করা গেছে খেলা।

শুরুতেই অধিনায়ক টেম্বা বাভুমাকে তুলে নেয় বাংলাদেশ। তারপরও দক্ষিণ আফ্রিকার রানের গতি থামাতে পারেনি। রাইলি রুশো আর কুইন্টন ডি কক রীতিমত ঝড় বইয়ে দিয়েছেন তাসকিন-মিরাজদের ওপর দিয়ে।

কেউই বল হাতে রানের গতি থামাতে পারছিলেন না। এমন সময়ে ঝরঝরিয়ে নামলো বৃষ্টি। বৃষ্টির আগে ৫.৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১ উইকেটে ৬০ রান। রাইলি রুশো ১৭ বলে ৩৫ আর কুইন্টন ডি কক ১২ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসভাগ্য সহায় হয়নি সাকিব আল হাসানের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

তাসকিন আহমেদ বল হাতে ইনিংসের সূচনা করেন। প্রথম ওভারের শেষ বলে তিনি দুর্দান্ত সুইংয়ে পরাস্ত করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে।

বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন বাভুমা (২)। দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।

চাপ বাড়াতে পরের ওভারেই অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে আক্রমণে নিয়ে আসেন সাকিব আল হাসান। মিরাজ অবশ্য খুব একটা ভালো করতে পারেননি, ওভারে দেন ৮ রান।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে আরও একটি উইকেট পেতে পারতেন তাসকিন। রাইলি রুশোর শট খেলার চেষ্টায় বল উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়লে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আলট্রাএজে দেখা যায়, রুশোর ব্যাটে বলের স্পর্শ লাগেনি।

কিন্তু দারুণ শুরুর পর ওই ওভারটি ভালো কাটেনি তাসকিনের। টানা দুই নো-বলসহ তিন চার আর এক ছক্কা হজম করে ওভারে দেন ২১ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 61 − 58 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree