টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর হাতে গুলিবিদ্ধ হাবিব উল্লাহ অবশেষে চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬ টার সময় মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করছেন নিহতের চাচা ছালাহ আহমেদ।
নিহত হাবিব উল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় বসবাসকারী মিয়ানমার নাগরিক মোহাম্মদ হোছনের ছেলে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন এবং ব্রিকফিল্ডের শ্রমিক ব্যবস্থাপনার দায়িত্বেও ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার রোহিঙ্গা সন্ত্রাসীরা লেদা ২৪ নং ক্যাম্প এলাকায় নিহত হাবিব উল্লাহর বাড়ির সামনেই তাকে গুলিবিদ্ধ করেছিল।