শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

টেকনাফে অভিযানকালে নগদ অর্থ জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩১ পঠিত

কক্সবাজারের টেকনাফে দুইটি প্রতিষ্ঠানকে ওজনে কম দেওয়ার অভিযোগে উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে পৌরশহরের পেট্রোল পাম্পগুলো গ্রাহকের কাছ থেকে ওজনে কম ও অতিরিক্ত মূল্য আদায় করছিল।

অভিযানকালে লেঙ্গুরবিল সড়কের মেসার্স আমির ফিলিং স্টেশনে ও গ্রীন গার্ডেনের পাশে শাপলা ওয়ার্কশপে অভিযান চালিয়ে কোন ধরনের গরমিল পাওয়া যায়নি। তবে সিংগার শো-রুমের পাশে ভুট্রুর রডের দোকানে ওজনে গরমিল পাওয়ায় দোকানের মালিককে ২ হাজার টাকা আর বাস স্টেশনের পূর্বপাশে মাংসের দোকানে ওজনে গরমিল পাওয়ায় তাকে ১ হাজার টাকা সর্বমোট ৩ হাজার নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে টেকনাফ মডেল থানার পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain − 1 = 1

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree