কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী স্কুল পাড়ায় আগুনে ৬টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৭ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে।
স্থানীয়রা জানান, হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী স্কুল পাড়ার শফিকের বসতবাড়িতে শুকনো পাতা দিয়ে চুলায় আগুন দেওয়ার সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও। আগুনের লেলিহান শিখা সিদ্দিক ফকির, মো. শফিক, মো. রশিদ, মো. ইউনুস, মীরজান বেগমের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি টেকনাফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ৬টি বসতবাড়ি পুড়ে যায়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।