রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন

টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরেছে পাহাড়ে অপহৃত ২ শিশু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২০ পঠিত

টেকনাফে বাহারছড়ার মারিশবনিয়া পাহাড়ে অপহৃত দুই শিশুকে ৭০ হাজার টাকা মুক্তিপণে উদ্ধার করা হয়েছে বলে জানান স্বজনরা।

শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই শিশু হলেন টেকনাফে বাহারছড়ার মারিশবনিয়া পাড়ার বাসিন্দা দুবাই প্রবাসী হেসেন আলীর ছেলে মো.সালমান (৪) একই এলাকার মো. আলীর ছেলে ওবাইদুল্লাহ (১৬)। তারা দুইজনই সম্পর্কে চাচাত ভাই।

এ সময় অপহৃতদের চাচাতো ভাই হাসান মোহাম্মদ গালীব জানান, ৭০ হাজার টাকা মুক্তি পণ দিয়ে প্রথমে শিশু মো.সালমান (৪) কে উদ্ধার করে নিয়ে আসি। পরে স্থানীয়দের সহযোগীতায় আমরা পাহাড়ে ছুটে যাই। পাহাড়ের ঢালুতে অপহরণকারীদের কবলে থাকা অপর শিশু ওবাইদুল্লাহর কান্নার আওয়াজ শোনতে পেলে অপহরণকারীদের
ধাওয়া করি। এসময় অপহরণকারীরা ওবাইদুল্লাহকে একা রেখে পালিয়ে যায়।

পুলিশ দাবি করেছেন, অপহরণের সাড়ে পাচঁ ঘন্টার মধ্যে তাদেরকে গহীন পাহাড়ের ঢালু থেকে উদ্ধার করা হয়েছে ।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাড়িঁর (তদন্তকেন্দ্র) ইনচার্জ মশিউর রহমান জানান, অপহৃত দুই শিশুর খবর পেয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের ১০ জন ফোর্স এ অভিযান পরিচালনা করে। এসময় মোবাইলের উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের কবল থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণের পাচঁ ঘন্টা পর মারিশবনিয়া পাহাড়ের ঢালু থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মো.সালমান (৪) বয়সে ছোট হওয়ায় তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। ওবাইদুল্লাহ (১৬) কে জি জন্য থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা। তবে মুক্তিপণের বিষয় সম্পর্কে সে অবগত নয় বলেও জানায়।

উল্লেখ্য, গতকাল (৩ মার্চ) শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়ার মারিশবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।বিকেলে ওরা দুইজন বাহারছড়া বাজারে চুল কাটার কথা বলে ঘর থেকে বের হন। সেলুনে মানুষের ভিড় থাকায় চুল না কেটে বাড়িতে ফেরারপথে মারিশবনিয়ার মাদ্রাসার সামনে তাদের ধরে নিয়ে যায় অপহরণকারীরা। তাদের ধরে নিয়ে যাওয়ার দুই ঘন্টা পর অপহৃত ওবাইদুল্লাহর মুঠোফোন থেকে তার মাকে ফোনে মুক্তিপন চেয়ে ৪ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীরা পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ হতে পারে বলে স্থানীয়রা দাবি করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 85 + = 87

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree