কিছু না ঘটলে কিছু রটে না। তবে রটনার সবটা ঘটনাও নয়। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এবং পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের বিষয়ে অর্ধেক যদি ঘটনা হয় বাকি অর্ধেক রটনা।
এই যেমন- একদিন আগে নিজ দেশের ক্লাব স্পোর্টিং সিপিতে যোগ দেওয়ার বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন রোনালদো। এবার নেইমারের ম্যানচেস্টার সিটি যাওয়ার গুঞ্জনে জল ঢাললেন দলটির কোচ পেপ গার্দিওয়ালা।
প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ খেললে যুক্তরাষ্ট্রে আছে ম্যানসিটি। সেখানে ফ্রান্স আউটলেট লা প্যারিসিয়ানের ‘ম্যানসিটিকে নেইমার নিজ থেকে কেনার প্রস্তাব দিয়েছেন’ এমন দাবি উড়িয়ে দিয়েছেন পেপ, ‘লা প্যারিসিয়ানের জন্য আমি দুঃখিত। এটা সত্য নয়। তারা যে তথ্য পেয়েছে সেটা ডাহা মিথ্যা। নেইমার দারুণ এক ফুটবলার। তাকে প্যারিসে বিকশিত হতে দিন।’
কিলিয়ান এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করার পরই নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন বাজারে উঠে। পছন্দ মতো প্রস্তাব পেলে পিএসজি ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করে দেবে বলেও সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে চেলসি এবং ম্যানসিটির নাম শোনা যাচ্ছিল।
কিন্তু ম্যানসিটি চলতি দলবদলের মৌসুমে আর্লিং হ্যালন্ড এবং কেলভিন ফিলিপসের মতো বড় দুই চুক্তি সম্পন্ন করেছে। তারা প্রতি মৌসুমে অসংখ্য চুক্তি করবে বিষয়টি এমন নয়। গার্দিওয়ালার ভাষ্যে, ‘যদি কেউ ভাবে প্রতি মৌসুমে ম্যানসিটি ১৫০টা করে খেলোয়াড় কিনবে, সেটা হবে ভুল ধারণা। আমি নেইমারের জন্য দুঃখিত।’