খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্য দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জেল হত্যা দিবসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম বক্তব্য রাখেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নিউটন মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান, সহ সভাপতি রনিকা দেওয়ান, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগম লাকী, সাংগঠনিক সম্পাদক সফিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এফএম আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী আলম এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. হেলাল উদ্দীন প্রমুখ।